Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশাল প্রতিনিধি

এপ্রিল ১২, ২০২১, ০৯:২৫ এএম


কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর কেন্দ্রীয় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৯ কোটি ২ লাখ  ৬৯ হাজার  ৮১৬ টাকা ব্যয়ে তিন তলাবিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড, এ এইচ এম মোস্তাফিজুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার( ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড, মোঃ হুমায়ুন কবির, প্রক্টর ড, উজ্জল কুমার প্রধান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড, মোঃ তরিকুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন ওয়ার্কাস এর পরিচালক প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড, মোঃ সুরুজ আলী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

প্রসঙ্গত, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন (১ ম সংশোধিত) প্রকল্পের অংশ হিসেবে নির্মাণকাজ শুরু হচ্ছে। যা আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করা হবে। ২২৫২ বর্গমিটার আয়তনের মসজিদটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ২ লাখ ৬৯ হাজার ৮১৬ টাকা।

আমারসংবাদ/এআই