Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

লোহাগাড়া থানায় এলএমজি নিরাপত্তা চৌকি স্থাপন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

এপ্রিল ১২, ২০২১, ০৩:০০ পিএম


লোহাগাড়া থানায় এলএমজি নিরাপত্তা চৌকি স্থাপন

চট্টগ্রামের লোহাগাড়া থানায় ভারী অস্ত্রে সজ্জিত এলএমজি নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এলএমজি চৌকি স্থাপন করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, থানার ভবনের সামনে সিমেন্টের বস্তায় বালুভর্তি করে এলএমজি চৌকি স্থাপন করা হয়েছে। সেখানে দায়িত্বরত রয়েছেন পুলিশের এক সদস্য। তিনি অস্ত্র তাক করে বসে আসেন।

জানা যায়, সম্প্রতি হরতালসহ নানা ইস্যুতে পুলিশি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এরই পরিপ্রক্ষিতে নিরাপত্তার জন্য লোহাগাড়া থানায় ভারী অস্ত্রে সজ্জিত এলএমজি চৌকি স্থাপন করা হয়েছে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ আমার সংবাদকে বলেন, গত কয়েকদিনে দেশের বিভিন্ন থানা ও সরকারি স্থাপনায় হামলা হয়েছে। হামলা করা হয়েছে পুলিশ সদস্যদের ওপরও। এ অবস্থায় করণীয় ঠিক করতে আইজিপি স্যারের উপস্থিতিতে একটি ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। সেই মিটিং থেকে থানাগুলোর নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় লোহাগাড়া থানায় ভারী অস্ত্রে সজ্জিত এলএমজি নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে।

আমারসংবাদ/কেএস