Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

দুর্গাপুরে সবজির দাম দ্বিগুণ, ক্রেতাদের নাভিশ্বাস

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

এপ্রিল ১৯, ২০২১, ১১:৫৫ এএম


দুর্গাপুরে সবজির দাম দ্বিগুণ, ক্রেতাদের নাভিশ্বাস

বাজারে চাহিদার তুলনায় অধীক সরবরাহ থাকার পরও নেত্রকোনার দুর্গাপুরে সবজির দাম বাড়িয়ে দ্বিগুণ করে দিয়েছে বিক্রেতাগন। 

সোমবার (১৯ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা গেছে, লকডাউনের অজুহাতে কোন কোন সবজি দ্বিগুণের চেয়েও বেশী দামে বিক্রি হচ্ছে। দ্রুত দাম বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন ক্রেতাসাধারণ।

পৌরশহরের কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, লকডাউনের আগে প্রতিটি সবজির দাম যা ছিলো, লকডাউন অব্যহত থাকায় এবং সরবরাহ কমের অজুহাতে তা দ্বিগুণ বেড়েগেছে। কয়েকদিনের ব্যবধানে ৩০ টাকা কেজি দরের বেগুন এখন বিক্রি হচ্ছে ৮০ টাকা। ২৫ টাকা কেজির শসা বিক্রি হচ্ছে ৫৫ টাকা ও ৩০ টাকার পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। ঢেঁড়স ছিলো ৩৫ টাকা এখন তা বিক্রি হচ্ছে ৬০ টাকা, ১০ টাকা পিচের বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০ টাকা। এছাড়াও অন্যান্য সবজির দামও দ্বিগুণ বেড়েছে। 

সবজি কিনতে আসা এনজিও কর্মী আঃ বাতেন বলেন, বাজারে এসে দেখি সব সবজির দাম বেড়েছে। আমরা সাধারণ মানুষ স্বল্পবেতন পাই। এভাবে সবজির দাম বাড়লে পরিবার পরিজন নিয়ে কিভাবে বাঁচবো। তাই প্রশাসনের কাছে বাজার মনিটরিং-এর দাবি জানাচ্ছি। 

পাইকারি সবজি ব্যবসায়ী হাফিজ মিয়া বলেন, লকডাউনের কারণে বাজারে সবজির সরবারহ কম হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়ে গেছে। আমরা বাহিরের বাজার থেকে বেশি দামে কিনার কারনে একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। 

বাজার মনিটরিং নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, লকডাউনের কারনে কিছু সব্জি যার সরবরাহ তুলনামুলক কম এবং চাহিদা বেশি থাকায় সে গুলোর কিছুটা দাম বেড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল বিষয়েরই বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। 

আমারসংবাদ/কেএস