Amar Sangbad
ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫,

দীঘিনালায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের মাঝে খাবার বিতরণ

দীঘিনালা প্রতিনিধি

এপ্রিল ১৯, ২০২১, ১২:১৫ পিএম


দীঘিনালায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের মাঝে খাবার বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালা ভবঘুরে মানসিক ভারসাম্যহীন (পাগলদের) মাঝে রান্না করে খাবার প্যাকেট করে বিতরণ করছে সেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট সোসাইটি দীঘিনালা উপজেলা ইউনিটের সদস্যরা। 

জানা যায়,  সর্বত্বক কঠোর ৭ দিনের লকডাউন এর কারণে হোটেল রেস্তোরা বিধি নিষেধ মধ্যে খোলা থাকলেও প্রকাশ্যে বেচতে না পারায়  মালিকরা পাগলদের খাবার দিচ্ছে না। 

উপজেলার উপজেলা প্রশাসন ও উপজেলার বিত্তবান সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতায় রান্না করে খাবার উপজেলার বিভিন্ন এলাকায় থাকা পাগলদের হাতে প্রতিদিন পৌঁছে দিচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দীঘিনালা ইউনিটের সদস্যরা।  

রেডক্রিসেন্ট সোসাইটি দীঘিনালা ইউনিটের যুব প্রধান সুজল চৌধুরী বলেন, প্রথম ধাপের লকডাউন আমরা রেডক্রিসেন্ট এর সদ্যসরা ভবঘুরে পাগলদের মাঝে খাবার বিতরণ করেছি। দ্বিতীয় ধাপেও উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে রেডক্রিসেন্ট এর সদস্যরা স্বেচ্ছায় প্রায় ৩০ জন মানসিক ভারসাম্যহীনদের খাবার বিতরণ করছে। 

উপজেলার স্বেচ্ছাসেবক সমন্বয় প্রথম আলোর দীঘিনালা প্রতিনিধি সাংবাদিক পলাশ বড়ুয়া বলেন, উপজেলা প্রশাসন ও এলাকার ধনী ব্যক্তিদের আর্থিক সাহায্যে রেডক্রিসেন্ট এর সদস্যরা নিজেরা রান্না করে মানসিক ভারসাম্যহীনদের মাঝে বিতরণ করছে। 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ বলেন, দেশ মহামারিতে মানবিক সাহায্যে জন্য সমাজের বিত্তশীলদের এগিয়ে আসতে হবে। মানসিক ভারসাম্যহীনদের খাবারের জন্য উপজেলা প্রশাসন থেকেও আমরা আর্থিক সহযোগীতার করছি।

আমারসংবাদ/এআই