Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

এবার সোনারগাঁয়ের ওসিকে অবসরে পাঠালো সরকার

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৯, ২০২১, ০১:১০ পিএম


এবার সোনারগাঁয়ের ওসিকে অবসরে পাঠালো সরকার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক অবরুদ্ধ হওয়ার সময় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা রফিকুল ইসলামকে অবসরে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, রফিকুলের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী তাকে অবসরে পাঠিয়েছে সরকার।

বিধি মোতাবেক অবসরজনিত সকল সুবিধা পাবেন বলেও মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এর আগে গত ৩ এপ্রিল সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে দ্বিতীয় স্ত্রীসহ মামুনুল হককে অবরুদ্ধ করে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা। পরে সেখানে হেফাজতের নেতা-কর্মীরা উপস্থিত হয়ে তাকে অবরোধ থেকে মুক্ত করেন।

এ সময় হেফাজত কর্মীদের বিরুদ্ধে পুলিশের কোনো পদক্ষেপ দেখা যায়নি। এ ঘটনায় পুলিশের নির্লিপ্ততা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

ঘটনার পরদিন ৪ এপ্রিল ওসি রফিকুলকে বদলি করে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে নারায়ণগঞ্জের পুলিশ লাইনসে যুক্ত করা হয়।