Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

লকডাউনের ৬ষ্ঠ দিনেও কঠোর অবস্থানে বাসাইল উপজেলা প্রশাসন

এপ্রিল ২০, ২০২১, ১০:২৫ এএম


লকডাউনের ৬ষ্ঠ দিনেও কঠোর অবস্থানে বাসাইল উপজেলা প্রশাসন

সারা‌দেশ ব্যাপী চলমান লকডাউনের ৬ষ্ঠ দিনেও ক‌ঠোর অবস্থা‌নে রয়েছে বাসাইল উপ‌জেলা প্রশাসন।
 
প্রায় প্রতি‌দিনই উপ‌‌জেলার গুরুত্বপূর্ণ স্থান সমূ‌হে লগডাউ‌নের স্বপ‌‌ক্ষে মোবাইল ‌কোর্ট প‌রিচালনা, মাস্ক বিতরণ, লকডাউন অমান্য করায় জ‌রিমানা সহ ক‌রোনা প্রতি‌রো‌ধে মাই‌কিং কার্যক্রম ক‌রে‌ আস‌ছে। 

এছাড়াও লকডাউন অমান্য ক‌রে বাইরে ঘুরাঘু‌রি করা, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা সহ নানা অপরা‌‌ধে প্রচ‌লিত আই‌নে ভ্রাম্যমাণ আদাল‌তের মা‌ধ্যমে জ‌মিমানাও আদায় করা হ‌চ্ছে। 

মঙ্গলবার (২০ এ‌প্রিল) দুপু‌রে বাসাইল বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়‌কে উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) ও নির্বাহী ম্যাজি‌ষ্ট্রেট না‌হিয়ান নু‌রেনের প‌রিচালনায় ভ্রাম্যমাণ আদালত প‌রিচা‌লিত হয়। 

এসময় লকডাউন অমান্য করায় ‌৮টি পৃথক মামলায় ১৯শত টাকা জ‌‌রিমানা করা‌‌নো হয়। 

এস‌ম‌য়ে মাস্ক‌‌বিহীন চলাচল কা‌রি পথচা‌রীর মা‌ঝে মাস্ক বিতরন ও জনস‌চেতনতায় পু‌লি‌শি সহ‌যো‌গিতায় মাই‌কিং কার্যক্রম প‌রিচা‌লিত হয়। 

চলমান কার্যক্রম সম্প‌র্কে না‌হিয়ান নু‌রেন ব‌লেন, ক‌রোনা প্রতি‌রো‌ধে সরকার ঘোা‌ষিত লকডাউনকে সফল কর‌‌তে আমা‌দের সবাই‌কে স‌চেতন হ‌তে হ‌বে। 

উপে‌জেলার সাধারণ জণগনকে লকডাউন চলাকা‌লে বিনা প্র‌য়োজ‌নে ঘ‌রের বাই‌রে আস‌তে বার বার নি‌‌ষেধ করা হ‌চ্ছে। 

যারা আইন অমান্য কর‌বে তা‌দের বিরু‌দ্ধে ক‌‌ঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হ‌বে। সাম‌নের দিন গু‌‌লো‌তেও আমা‌দের ভ্রাম্যমান আদাল‌তের কার্যক্রম অব্যাহত থাক‌বে। 

এছাড়াও উপ‌জেলার গুরুত্বপূণূ প‌য়েন্ট সমূ‌হে প্রতিদিনই পু‌‌লি‌শি পাহাড়ার ব্যবস্থা করা হ‌য়ে‌ছে। 

আমারসংবাদ/এআই