Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ফটিকছড়িতে ১ হাজার কর্মহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

ওমর ফয়সাল, ফটিকছড়ি (চট্টগ্রাম)

এপ্রিল ২০, ২০২১, ০১:০৫ পিএম


 ফটিকছড়িতে ১ হাজার কর্মহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

চট্টগ্রামের ফটিকছড়িতে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ১ হাজার পরিবারকে ‘প্রধানমন্ত্রীর উপহার’ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে উপজেলা পারিষদ চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মহীনদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব। 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউএনও সায়েদুল আরেফিন জানান, চলমান লকডাউনে কর্মহীন ও হতদরিদ্র পরিবারগুলো যাতে খাদ্যাভাবে কষ্ট না পায়, সেজন্য সহায়তার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। 

এরই ধারাবাহিকতায় সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর নির্দেশনায় ফটিকছড়িতে প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনার ৩০০ এবং উপজেলা পরিষদের মাধ্যমে ৭০০ সহ মোট এক হাজার পরিবহন শ্রমিক, দিনমজুর ও কর্মহীন পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আমারসংবাদ/এআই