Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

নান্দাইল প্রাণিসম্পদের উদ্যোগে ন্যায্য মূল্যে দুধ-ডিম-মুরগী বিক্রি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

এপ্রিল ২৯, ২০২১, ০৯:৫৫ এএম


নান্দাইল প্রাণিসম্পদের উদ্যোগে ন্যায্য মূল্যে দুধ-ডিম-মুরগী বিক্রি

ময়মনসিংহের নান্দাইলে কোভিড-১৯ এর পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান পর্যায়ে ন্যায্যমুলে দুধ-ডিম-মুরগী বিক্রি করা হয়েছে। 

জানা গেছে, জেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমান পর্যায়ে দুধ, ডিম ও মুরগী বিক্রি কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মলয় কান্তি মোদক নিজে উপস্থিত থেকে উপজেলার বাশঁহাটি বাজার, নান্দাইল চৌরাস্তা বাজার ও উপজেলা সদর বাজারে ভ্রাম্যমান দুধ, ডিম ও মুরগী বিক্রয় কেন্দ্রের কার্যক্রম পরিচালনা করেন। 

এ সময় সাংবাদিক শাহজাহান ফকির, মাহাবুব আলম খান, মাঠকর্মী রুমা দেবনাথ, খামারির মালিক মোজাম্মেল হক প্রমূখ উপস্থিত ছিলেন। 

উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা ডাঃ মলয় কান্তি মোদক জানান, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনসাধারনের পুষ্টি নিশ্চিত করনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করছি করোনা পরিস্থিতিতে ভ্রাম্যমান পর্যায়ে ন্যায্যমুল্যে দুধ-ডিম-মুরগী বিক্রির কার্যক্রম অব্যাহত থাকবে। 

আমারসংবাদ/কেএস