Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

মোহনগঞ্জে ৮ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি

মে ৫, ২০২১, ০৪:২৫ পিএম


মোহনগঞ্জে ৮ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা

নেত্রকোনার মোহনগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন, মেয়াদবিহীন পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় আট প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশপাশি এসব প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

বুধবার (৫ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে পৌরশহরের কাচারি রোডে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে নেত্রকোনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সেবা সপ্তাহের (৩০ এপ্রিল থেকে ৬ মে) বিশেষ সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক শাহ আলম।

অভিযান শেষে উপস্থিত জনসাধারণের মাঝে মাস্ক ও সেবা সপ্তাহের লিফলেট বিতরণ করা হয়। মাইকিং করেও সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়।

এসময় মোহনগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শম্ভুনাথ সরকার এবং জেলা পুলিশ লাইনের একটি টিম তার সঙ্গে ছিলেন।  

উপপরিচালক শাহ আলম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির জন্য কাচারি রোডের মোহনগঞ্জ মিষ্টান্ন ভান্ডার,  মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় নমিতা ফার্মেসি ও মেয়াদবিহীন শিশু খাদ্য বিক্রি করার দায়ে ছয়টি দোকানে বিভিন্ন পরিমাণে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশপাশি তাদের এ বিষয়ে সতর্ক করা হয়।  জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে তিনিও জানান।

আমারসংবাদ/এআই