Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

মেলান্দহে মরহুম বদিউজ্জামান আকন্দের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ ইমরান মাহমুদ, মেলান্দহ (জামালপুর)

মে ১৬, ২০২১, ০৪:১৫ পিএম


মেলান্দহে মরহুম বদিউজ্জামান আকন্দের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে জমকালো আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (১৫ মে) দুপুরে কেজিএস মহর সোবহান মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। মুজিব শতবর্ষ উপলক্ষে মরহুম বদিউজ্জামান আকন্দের স্মরণে ফাইনাল খেলার আয়োজন করেন ছবিলাপুর বয়েজ ক্লাব।

এই আয়োজন ঘিরে তরুণ ক্রীড়ামোদীদের মেলা বসে সেখানে। খেলা দেখতে সকাল থেকে আশপাশের এলাকা থেকে দর্শকরা মাঠে এসে হাজির হন।

ঘোষেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সামিউল আলম বিএসসির সভাপতিত্বে খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার এস এম সাইফুল্লাহ রহমান।

উদ্বোধন করেন ঘোষেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আলতাব। খেলার পৃষ্ঠপোষকতা করেন মরহুম বদিউজ্জামাল আকন্দে ও ছেলে সাভার লোটাস কামাল নীট ওয়্যার লিঃ এর জি. এম. মোঃ বজলুর রহমান আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান, ঢাকা মহানগর উত্তর যুবলীগ নেতা মোঃ ছামিউল ইসলাম, কেজিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. জুলফিকার আলী লেবু প্রমুখ।

খেলায় আদারভিটা আশার আলো স্পোর্টিং ক্লাব ও চাড়ালকান্দি ক্রিকেট একাদশ অংশগ্রহণ করে। ১২ ওভারের খেলায় ১২২ রান করে আদারভিটা আশার আলো স্পোর্টিং ক্লাব জয় লাভ করে।

পরে আলোচনা সভা শেষে খেলায় রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মাঝে ফ্রিজ ও  ট্রফিসহ অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।

আমারসংবাদ/এআই