Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

নান্দাইলে পেয়াঁজ আবাদ বৃদ্ধির লক্ষে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

মে ২৯, ২০২১, ১২:২৫ পিএম


নান্দাইলে পেয়াঁজ আবাদ বৃদ্ধির লক্ষে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার (২৯ মে) উপজেলা পরিষদ হলরুমে আউস ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধিতে করণীয় শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মতিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। 

এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, নব যোগদান কৃত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান প্রমুখ। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল হক, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগনেতৃবৃন্দ। 

নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান জানান, ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক আউস ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধিতে করণীয় শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আমারসংবাদ/এআই