Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সিলেটে ভবন ধসের আশঙ্কা, বাসিন্দারা নিরাপদে

সিলেট ব্যুরো

মে ৩১, ২০২১, ০১:৪০ পিএম


সিলেটে ভবন ধসের আশঙ্কা, বাসিন্দারা নিরাপদে

সিলেট নগরে একটি তিন তলা ভবনের গার্ড ওয়াল পুকুরে ধসে গেছে। 

সোমবার (৩১ মে) বিকাল ৩টার দিকে আম্বরখানা মনিপুরিপাড়ায় এ ঘটনা ঘটে। এতে ভবনটির বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। 

স্থানীয়দের ধারণা, গত শনিবার ও রোববারের ভূমিকম্পের কারণে পুকুর পাড়ের ওয়ালটি ধসে গেছে। ভূমিকম্পের কারণে পুকুর পাড়ের দেয়ালটি নরম হয় আর রোববার সকাল থেকে টানা বর্ষণের কারণে এটি ভেঙে পড়েছে বলে জানান তারা।

সোমবার (৩১ মে) বিকেল ৫টায় গিয়ে দেখা যায় উৎসুক জনতা ও স্থানীয়রা বাইরে বেরিয়ে এ বিষয়ে আলাপ করছেন। 

পাশাপাশি ছয়জন শ্রমিক সেখানে বাঁশ দিয়ে পুকুর পাড়ের মাটি ধস রক্ষার জন্য বাঁধ তৈরি করছেন। তবে ভবনের বাসিন্দাদেরকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

ভবনটির মালিক রঞ্জন সিংহ রাজিব জানান, বিকেল ৩টার দিকে পুকুর পাড়টি ধসে যায়। তারপর সেখানের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পুকুর পাড়টি ধসে যাওয়ার কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।

এদিকে ঘটনার পরপরই সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ও প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ভূমিকম্প বা বৃষ্টি কোন কারণে পাড়টি ধসে গেছে তা এখনই বলা যাচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।

আমারসংবাদ/এআই