Amar Sangbad
ঢাকা বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪,

শ্রীমঙ্গলে করোনা সংক্রমণ বৃদ্ধি, প্রতিরোধে সংশ্লিষ্ট এড়িয়া লকডাউন

শ্রীমঙ্গল প্রতিনিধি

জুন ৩, ২০২১, ০৮:১০ এএম


শ্রীমঙ্গলে করোনা সংক্রমণ বৃদ্ধি, প্রতিরোধে সংশ্লিষ্ট এড়িয়া লকডাউন

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অবশেষে শ্রীমঙ্গল শহরতলীর সিন্দুরখান রোডস্থ এলাহি জামে মসজিদের সামন থেকে জামেয়া ইসলামিয়া মাদ্রাসা পর্যন্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্ট সময়ের জন্য লকডাউন করা হয়েছে।

বুধবার (২ জুন) রাত দেরটায় ওই এলাকা লকডাউন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দীন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন, এসআই আসাদুর রহমানসহ সংগীয় ফোর্স বিভিন্ন প্রতিষ্ঠানে লকডাউন লিখা স্টিকার লাগিয়ে দেন। এবং পরিস্থিতি মোকাবেলা করতে জনসচেতনতায় সকলের সহযোগিতা কামনা করেন। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দিন জানান, লকডাউন করা এলাকায় কোন ভাবেই জনসমাগম করা যাবে না।দোকান পাটসহ সকল প্রতিষ্টান পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে আরো কঠোর লকডাউন করা হতে পারে ঐ এলাকা বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত চার দিনে ঐ এলাকায় ১৮ জন করোনা রোগি শনাক্ত হন। এর মধ্যে ১২ জন চাঁপাই নবাবগঞ্জের লোক। বাকিরা ব্যবসায়ী ও তাদের পরিবারের লোকজন।

আমারসংবাদ/কেএস