Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

নানা প্রতিকূলতায় আস্থার প্রতীক হয়ে সদা জাগ্রত আছি: বিএমপি কমিশনার

জহির খান, বরিশাল

জুন ৭, ২০২১, ০১:২৫ পিএম


নানা প্রতিকূলতায় আস্থার প্রতীক হয়ে সদা জাগ্রত আছি: বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, আমরা পুলিশ, আপনাদের সুখে-দুঃখে ও নানা প্রতিকূলতায় আপনাদের পাশে আস্থার প্রতীক হয়ে সদা জাগ্রত আছি। 

সোমবার (৭ জুন) দুপুর ১১টার দিকে কাউনিয়া থানা চত্বরে আয়োজিত ‘ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথির বক্তব্যে বিএমপি কমিশনার এ কথা বলেন। 

এছাড়া তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে পুলিশকে জনগণের সত্যিকারের বন্ধু হিসেবে জনগণের পাশে থাকার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ থানার সব অফিসার-ফোর্সদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনাও দিয়েছেন। 
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা-লায়লা, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) শারমিন সুলতানা রাখি, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) মাসুদ রানা, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম প্রমূখ। 

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ সহ থানা এলাকার সকল শ্রেণী পেশার লোকজন সেখানে উপস্থিত ছিলেন। 

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) মো. এনামুল হক আসা উপস্থিত সর্বসাধারনের উদ্দেশে বলেন, আপনারা আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা ও নানা অসঙ্গতির তথ্য আমাদের কাছে তুলে ধরুন, যাতে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারি। তবেই ‘ওপেন হাউজ ডে’ আয়োজন সার্থক হবে।  

এ সময় উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মনজুর রহমান কোমলমতি শিশু-কিশোরদের অপরাধমুক্ত, আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য ‘ওপেন হাউজ ডে’ তে উপস্থিত অভিভাবকদের সন্তানদের দায়িত্বভার যথাযথভাবে পালন করানোর জন্য আহ্বান জানান।

আমারসংবাদ/কেএস