Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

মিনিটে দুই দফা ভূকম্পনে কাঁপল সিলেট

সিলেট প্রতিনিধি

জুন ৭, ২০২১, ০২:২৫ পিএম


মিনিটে দুই দফা ভূকম্পনে কাঁপল সিলেট

সিলেটে মিনিটে দু’দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৭ জুন) সন্ধ্যা ৬ টা ২৯ ও ৩০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে সিলেট নগরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে পড়ে। নগরের লোকজন বহুতল ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন। 

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র মেট্রোলজিস্ট মুমিনুল ইসলাম বলেন, ভূমিকম্প শুধু সিলেট অঞ্চলে অনুভূত হয়েছে। রিখটার স্কেলে দু’টি ঝাঁকুনিরই মাত্রা ছিল ৩ দশমিক ৮। এটির উৎপত্তিস্থল সিলেটেই। ঢাকা থেকে ১৮৮ কিলোমিটার উত্তর-পূর্বে।

এর আগে সিলেটে গত ৩০ মে ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে ও শনিবার সকাল এবং দুপুরে পাঁচ দফা ভূকম্পন অনুভূত হয়। সব কটির উৎপত্তিস্থল ছিল সিলেট অঞ্চলে। 

নগরের কাজী ইলিয়াস এলাকার বাসিন্দা মানসুর উদ্দিন বলেন, হঠাৎই ভূকম্পনে আতঙ্কিত হয়ে তিনি চারতলা ভবন থেকে দৌড়ে বাড়ির নিচে নেমে আসেন। 

একই এলাকার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা সামসুল ইসলাম ও জ্যোৎস্না বেগম বলেন, ভূকম্পনে ভবনটি হঠাৎই কেঁপে ওঠে। এ সময় তড়িঘড়ি করে বাড়ির নিচে নামতে গিয়ে আরেক দফা কম্পন অনুভূত হয়। গতবারের মতো কয়েক দফা কম্পন হতে পারে চিন্তা করে ভবনে উঠতে ভয় পাচ্ছেন তিনি।

আমারসংবাদ/কেএস