Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

করোনা সংক্রমণ ঠেকাতে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ  

লালমনিরহাট প্রতিনিধি 

জুন ৯, ২০২১, ১২:৩৫ পিএম


করোনা সংক্রমণ ঠেকাতে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ  

সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে করোনা সংক্রমণ ঠেকাতে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ করছে লালমনিরহাট সদর থানা পুলিশ। 

বুধবার (৯ জুন) সকালে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম এর নিদর্শনায় জেলা শহরের মিশন মোড়, বিডিআর গেট, বাটা মোড়, বিডিআর হাট, গোশলা বাজার এলাকায় জনসাধারণের জনসচেতনতা বৃদ্ধি করণ প্রচারণা ও মাস্ক বিতরণ করছে লালমনিরহাট সদর থানা পুলিশ। 

শহরের প্রাণ কেন্দ্র মিশনমোড় সহ শহরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেন সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম সহ থানার সকল কর্মকর্তা বৃন্দ।

লালমনিরহাট সদর থানা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপারের দিক নির্দেশনায় সিমান্তবর্তী জেলা হিসেবে জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মাস্ক পরিধানে উদ্বুদ্ধকরণে নিরলসভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সদর থানা পুলিশ।

আমারসংবাদ/কেএস