Amar Sangbad
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫,

নান্দাইলে প্রতারণার মামলায় স্কুল দপ্তরি গ্রেপ্তার 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

জুন ১০, ২০২১, ১০:২০ এএম


নান্দাইলে প্রতারণার মামলায় স্কুল দপ্তরি গ্রেপ্তার 

নান্দাইল উপজেলার সিংরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরি কাম-দপ্তরী ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী মো. মকবুল হোসেন (৩৩)কে প্রতারণার মামলায় বুধবার (৯ জুন) রাতে গ্রেপ্তার করা হয়েছে। সে সিংরইল ইউনিয়নের সিংরইল আগপাড়া গ্রামের ফালান মিয়ার পুত্র। 

মামলা সূত্রে জানাগেছে, একই গ্রামের প্রতিবন্ধী আব্দুছ ছালামের ভাতার ১২ হাজার ১১১ টাকা উক্ত মকবুল হোসেন তার বিকাশ দোকান থেকে প্রতারণা করে আত্মসাত করেছে। পরে ভাতার টাকার আত্মসাত করার বিষয়টি জানতে পেরে প্রতিবন্ধী ছালাম নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে। 

এতে নান্দাইল মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (১০ জুন) জেল হাজতে প্রেরণ করেছে। 

আমারসংবাদ/কেএস