Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

৩৫ কোটি টাকা ব্যয়ে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ করবে দেবিদ্বার পৌরসভা

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

জুন ১০, ২০২১, ০২:১৫ পিএম


 ৩৫ কোটি টাকা ব্যয়ে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ করবে দেবিদ্বার পৌরসভা

বাংলাদেশে ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় দেবিদ্বার পৌরসভার ৪ হাজার ৫ শত পরিবারের জন্য নিরাপদ স্বাস্থ্য সম্মত বিশুদ্ধ পানি সরবরাহে ৩৫ কোটি টাকা ব্যয়ে পানির ট্যাংক (সুয়ারেজ) নির্মাণ প্রকল্পের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১১টায় দেবিদ্বার উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত ওই মতবিনিময় সভায় এসব তথ্য জানান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচ) ’র বাস্তবায়নে, টেকনিকেল সাপোর্ট ইউনিট (টিএসইউ)’র সহযোগিতায় এবং জিওপি, আইডিএ, (বিশ^ব্যাংক) ও এআইআইবি’র অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও জানান কর্মকর্তারা। 

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাকিব হাসান’র সভাপতিত্বে এবং পৌর সচিব মো. ফখরুল ইসলাম’র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) মোহাম্মদ গিয়াস উদ্দীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাসেম ওমানী, কর্নেল (অবঃ) ডা. শওকত ইকবাল মূন্সী, জেলা পরিষদ সদস্য ও নারী নেত্রী শিরিন সুলতানা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সামাদ, পৌরসভার ইঞ্জিনিয়ার মোসা. জোবায়দা ইয়াসমিন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, প্রভাষক সাইফুল ইসলাম শামীম। 

অনুষ্ঠানে মূল বিষয়ে আলোকপাত করেন, বাংলাদেশ মিউনিসিপাল ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন প্রজেক্ট’র (টেকনিকেল সাপোর্ট ইউনিট)’র জেন্ডার স্পেশালিষ্ট রোকেয়া বেগম, সোস্যাল ডেভেলপম্যান্ট স্পেশালিষ্ট মো. আমির হোসেন ও মো. আসাদ উল্লা সাদাত। প্রশ্নপর্বে আলোচনা করেন, বিশিষ্ট ব্যবসায়ি হাজী মো. গিয়াস উদ্দিন, পৌরসভার সহায়ক সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আউয়াল কাসেম, মো. শহিদুল ইসলাম, মো. মজিবুর রহমান, মো. আবুল হাসান, মেম্বার, মো. আবু হানিফ ফকির, মো. আব্দুল আউয়াল, আব্দুল কাদের এবং নারী নেত্রী আইরিন আক্তার প্রমূখ।

আমারসংবাদ/কেএস