Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

সিরাজদীখানে বাড়ছে আখের আবাদ

আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদীখান (মুন্সীগঞ্জ)

জুন ১১, ২০২১, ০৯:০০ এএম


 সিরাজদীখানে বাড়ছে আখের আবাদ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আখ চাষ কৃষকদের নিকট ক্রমশ জনপ্রিয় হচ্ছে। লাভজনক ফসল হওয়ায় প্রতি বছর আখ চাষের জমি বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং মাঝে মধ্যে বৃষ্টি হওয়ায় এবার আখের ফলনও আশানুরূপ দেখা যাচ্ছে। এর ফলে মনে আনন্দ নিয়ে খেতের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। আর মাস খানিক পর থেকে বিক্রি শুরু হবে আখ। 

শুক্রবার (১০ জুন) বেলা ১১ টায় সরেজমিনে দেখা যায়, উপজেলার রশুনিয়া,আবিরপাড়া, দণি তাজপুর, ইছাপুরা,হিরনের খিলগাঁও, মধ্যপাড়া, রাজানগর, শেখরনগর, মালখানগর বয়রাগাদী, কোলাসহ বিভিন্ন গ্রামগুলোতে আখ চাষে আগের তুলনায় অনেক চাষী বেশী উৎসাহী হয়েছে।

এর ফলে উপজেলায় বছর বছর আখ চাষ বৃদ্ধি পেয়েছে। এখন বেশিরভাগ কৃষক আখ গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় আখ চাষীর সংখ্যা বেড়েছে। আগে পোকার কারণে লোকসান হলেও, সামপ্রতি বছর গুলোতে উপজেলা কৃষি বিভাগের পরামর্শে বিজ্ঞান সম্মত উপায়ে আখ চাষ করে সাফল্য পাচ্ছেন কৃষকরা। গত বছর ৪৬০ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। এ বছর ৪৭০ হেক্টর জমিতে চাষ হয়েছে ,যা গতবারের তুলনায় চলতি বছর ১০ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। 

রশুনিয়া ইউনিয়নের আখ চাষি মনিরুল হোসেন বলেন, আখ গাছ গুলো খুব সুন্দর হয়েছে। আরো মাস খানিক পর আখ বিক্রি হবে, আশা করছি লাভবান হবে। 
আর একজন চাষী মো. মোস্তফা বলেন, এখন পর্যন্ত জমিতে পানি আসেনি গাছগুলো মোটা এবং সুন্দর হয়েছে। রোগবালাই এখনো হয়নি। 

গতবার অনেক আখ রোগে নষ্ট হয়েছে। অনেক টাকার লোকসান হয়েছে। এবার তা পুষিয়ে নেওয়ার জন্যই চাষ করেছি। আর আল্লাহ যদি সহায় হোন এবার লাভবান হব। 

উপজেলা কৃষি কর্মকর্তা কল্যান কুমার সরকার বলেন, গতবছর আখের দাম ভালো পাওয়ায় এবছর আখের আবাদ বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় এ বছর আখ চাষে আগ্রহ বেড়েছে কৃষকের। এখন পর্যন্ত আখ গাছে রোগ বালাই হয়নি। ধারণা করা যাচ্ছে আগামী মাসে বিক্রি করতে পারবে।

আমারসংবাদ/এআই