Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪,

বাগাতিপাড়া অগ্রণী ব্যাংক শাখা লকডাউন ঘোষণা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

জুন ১৭, ২০২১, ০১:১০ পিএম


বাগাতিপাড়া অগ্রণী ব্যাংক শাখা লকডাউন ঘোষণা

নাটোরের বাগাতিপাড়ায় অগ্রণী ব্যাংক'র সাতজনের মধ্যে পাঁচজনের শরীরে করোনা সনাক্ত হওয়ার কারণে ব্যাংকটি লকডাউন ঘোষণা করা হয়েছে। 

ওই ব্যাংকের ব্যবস্থাপকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে এই লকডাউনের ঘোষণা দেন বাগাতিপাড়া উপজেলা  নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পাল।

গণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্রণী ব্যাংক লিঃ বাগাতিপাড়া উপজেলা শাখায় সাতজন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। কিন্তু এই সাতজন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে শুধুমাত্র ব্যবস্থাপক ও একজন আনসার সদস্য ছাড়া বাকি পাঁচজনই করোনা আক্রান্ত হয়েছেন। 

এ কারণে বাগাতিপাড়ার জনসাধারণের করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধ, স্বাস্থ্য সুরক্ষা এবং মৃত্যু ঝুঁকির বিষয় বিবেচনা করে উক্ত ব্যাংকটি লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করে তা লকডাউন ঘোষণা করা হয়।

উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সিন্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বাগাতিপাড়া উপজেলা শাখার অগ্রণী ব্যাংক লিঃ এর কার্যক্রম বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আমারসংবাদ/এআই