Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

সুখীপুরে ভুয়া আইডি শনাক্ত করার দাবিতে আ.লীগের সংবাদ সম্মেলন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ২২, ২০২১, ১১:৩৫ এএম


সুখীপুরে ভুয়া আইডি শনাক্ত করার দাবিতে আ.লীগের সংবাদ সম্মেলন

সখীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদলের বিরুদ্ধে ফেসবুকের ভুয়া আইডি থেকে মানহানিকর, মিথ্যা বানোয়াট স্ট্যাটাস দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় সখীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়। 

উপজেলা কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ভুয়া আইডি শনাক্ত ও দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি করে এর আগে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ও থানার ওসির কাছে স্মারকলিপি দেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক মাস্টার। 

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সহ সভাপতি আজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুত, বড়চওনা-কুতুবপুর কলেজের অধ্যক্ষ আবদুর রউফ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন, বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ, কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সম্পাদক আবদুল কদ্দুস মাখন, কাকড়াজান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক শিমুল সিকদার প্রমুখ। 

বক্তারা, সাত দিনের মধ্যে ভুয়া আইডি শনাক্ত করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে আল্টিমেটাম দেন। 

কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক মাস্টার বলেন, গোলাম কিবরিয়া বাদল একজন নিবেদিত আওয়ামী লীগ নেতা। প্রথম শ্রেণির ঠিকাদার। করোনাকালে তিনি উপজেলার প্রতিটি গ্রামে বিশেষ করে কাকড়াজান ও কালিয়া ইউনিয়নের সাধারণ মানুষের সেবা করেছেন, গরীব দুঃখীদের সহায়তা করেছেন। তারমতো একজন দানবীরের বিরুদ্ধে ফেসবুকে ফ্যাক আইডি থেকে যারা নোংরা, মিথ্যা স্ট্যাটাস দেন তাঁরা সমাজের শত্রু। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। 

তিনি আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, আগামী সাতদিনের মধ্যে ভুয়া আইডি শনাক্ত করতে না পারলে সখীপুর অবরোধ করে অচল করে দেয়া হবে। রাস্তাঘাট বন্ধ করে দেয়া হবে। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে সাইদুল হক ভুঁইয়া বলেন, এ বিষয়ে সখীপুর থানায় সাধারণ ডায়েরি হয়েছে। আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে ভুয়া আইডিধারীকে শনাক্ত করতে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি। 

আমারসংবাদ/এআই