Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

চাটমোহরে ট্রেনে কেটে হাত বিচ্ছিন্ন সেই বৃদ্ধার মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

জুন ২৪, ২০২১, ০৮:০৫ এএম


চাটমোহরে ট্রেনে কেটে হাত বিচ্ছিন্ন সেই বৃদ্ধার মৃত্যু

পাবনার চাটমোহর রেলস্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের নিচ দিয়ে পার হওয়ার মুহূর্তে হাত কেটে বিচ্ছিন্ন হাজেরা খাতুন (৭০) নামের সেই অন্ধ ভিক্ষুক মারা গেছেন। 

বুধবার (২৩ জুন) রাত ৮টার দিকে মূলগ্রাম ইউনিয়নের মহরমখালী নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় সে মৃত্যু বরণ করেন। সে ঐ গ্রামের মৃত আক্কাস আলীর স্ত্রী এবং সে চাটমোহর রেলস্টেশন এলাকায় ভিক্ষা করতেন।

উল্লেখ্য, গত ৩০ মে সকাল ৯টার পরে অন্ধ বৃদ্ধা ভিক্ষুক হাজেরা খাতুন ভিক্ষা জন্য রেলস্টেশনে যাচ্ছিলেন। রেলস্টেশনের সামনেই দাঁড়ানো ছিল একটি মালবাহী ট্রেন। এই মালবাহী ট্রেনের নিচ দিয়ে পার হওয়ার মুহূর্তে ট্রেনটি ছেড়ে দিলে সে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় এবং তার ডান হাতটি কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে দেন। হাসপাতালে চিকিৎসা শেষে গত কয়েকদিন আগে তাকে বাড়িতে নিয়ে আসে স্বজনরা। বাড়িতে আসার পরে ক্রমেই সে আরো অসুস্থ হয়ে বুধবার রাত টার দিকে তিনি মারা যান।

আমারসংবাদ/কেএস