Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

শ্রীবরদীতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

জুন ২৭, ২০২১, ০১:৩০ পিএম


শ্রীবরদীতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মাল্টিসেক্টোরাল প্ল্যাটফর্ম শক্তিশালী করণের লক্ষে শেরপুরের শ্রীবরদীতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৭ জুন) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহান্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স (ইওবঘএঝ) প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সভায় পুষ্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ও কর্মপরিকল্পনা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন। 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিংস প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী সুজিত চিসিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নুসরাত জাহান, ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লাল, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোজাম্মেল হক, বিংস এর প্রজেক্ট অফিসার রাম প্রসাদ ঘোষ, প্রজেক্ট অফিসার শাহীন দীনা সুলতানা ও সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমূখ। 

সভায় বক্তারা বলেন, এই কার্যক্রমের ফলে গর্ভবতী, হতদরিদ্র ও দরিদ্র পরিবারে পুষ্টিকর খাবার সম্পর্কে সচেতন হতে নানা পদক্ষেপ গ্রহণের প্রয়োজন। সে লক্ষে কাজ করার আহবান জানান বক্তারা। এতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

আমারসংবাদ/কেএস