Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সুনামগঞ্জে লকডাউন অমান্য করায় ১০ জনকে অর্থদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি

জুন ২৯, ২০২১, ০৩:০০ পিএম


সুনামগঞ্জে লকডাউন অমান্য করায় ১০ জনকে অর্থদণ্ড

সুনামগঞ্জে লকডাউন অমান্য করে ঘোরাফেরা ও দোকানপাঠ খোলা রাখার দায়ে ১০ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্য্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সম্রাট হোসেন। 

মঙ্গলবার (২৯ জুন) বিকাল ৫টায় শহরের পৌর মার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচানা করা হয়। র‌্যাবের সহায়তায় লকডাউন অমান্য করে ঘোরাফেরা করা ও দোকানপাঠ খোলা রাখার দায়ের ১০ জনকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সম্রাট হোসেন বলেন, সরকারের নির্দেশনায় কোভিড-১৯ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লকডাউল মেনে চলার জন্য র‌্যাবের সহায়তায় সুনামগঞ্জ শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

জরুরী খাবার, ওষুধের দোকান ব্যতিত কাউকে রাস্তায় পেলে জেল জরিমানা করা হবে। সকলের সহযোগিতায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় মোবাইল কোর্ট মাঠ পর্যায়ে কাজ করছে। অভিযান অব্যাহত থাকবে। এসময় র‌্যাবের সদস্যরা উপস্থিত ছিলো। 

আমারসংবাদ/এআই