Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

মেলান্দহে ইউএনও ও এসিল্যান্ড করোনায় আক্রান্ত

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জুলাই ৬, ২০২১, ১২:৪০ পিএম


মেলান্দহে ইউএনও ও এসিল্যান্ড করোনায় আক্রান্ত

জামালপুরের মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ সিরাজুল ইসলাম করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়ার পরও করোনা শনাক্ত হয়েছে। 

মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপেক্স সূত্রে জানা গেছে, গত ২৭ জুন এসিল্যান্ট (সহকারি কমিশনার ভূমি) মোঃ সিরাজুল ইসলাম করোনায় আক্রান্ত হয়। বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে এসিল্যান্ট মোঃ সিরাজুল ইসলাম মুঠোফোনে বলেন, তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। তার শরীর অনেকটা ভালো আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল হক বলেন, গত ৪ জুলাই ইউএনওর করোনার উপসর্গ দেখা দেয়। পরদিন তাঁর নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন আছেন। এর নয় দিন আট দিন আগে এসিল্যান্ট করোনায় আক্রান্ত হন।

আমারসংবাদ/এআই