Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

সিলেটে রেকর্ড ৪৪২ জন শনাক্তের দিনে ৬ জনের প্রাণহানি

সিলেট প্রতিনিধি 

জুলাই ৯, ২০২১, ০৯:৩০ এএম


সিলেটে রেকর্ড ৪৪২ জন শনাক্তের দিনে ৬ জনের প্রাণহানি

এক দিনে করোনা শনাক্তের নতুন হয়েছে সিলেটে। এদিন শনাক্ত হয়েছেন ৪৪২ জন। যা আগের সব রেকর্ড ভেঙে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। একই সময়ে মারা গেছেন আরও ৬ জন।

শুক্রবার (৯ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটের চারটি পিসিআর ল্যাবে ১০২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৪২ জনের নমুনায় করোনার অস্তিত্ব মিলেছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪৩.১২ শতাংশ।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২২৭ জন, সুনামগঞ্জের ৫৬ জন, মৌলভীবাজারের ৬৭ জন ও হবিগঞ্জ জেলার ৪৬ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত ৪৬ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে এ বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫৪৭ জনে। 

এতে আরও বলা হয়, নতুন করে মারা যাওয়া ৬ জনের মধ্যে ৫ জনই সিলেট জেলার, অপরজন মৌলভীবাজারের বাসিন্দা। সবমিলিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৫১১ জন।

এদিকে চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩৬ জন। আর বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৫১ জন করোনা রোগী।

আমারসংবাদ/কেএস