Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

দোহারে দ্বিতীয় দফায় করোনা টিকাদান শুরু

দোহার (ঢাকা) প্রতিনিধি

জুলাই ১৩, ২০২১, ০৮:৫০ এএম


 দোহারে দ্বিতীয় দফায় করোনা টিকাদান শুরু

পূর্ব ঘোষণা মোতাবেক সারাদেশের হাসপাতালগুলোতে চীন সরকারের উপহার সিনোফার্মের করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। 

তার ধারাবাহিকতায় ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকে সিনোফার্মের করোনা টিকা দেওয়ার মধ্য দিয়ে দ্বিতীয় দফায় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। 

দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, বাংলাদেশ ইতোমধ্যে উপহার হিসেবে চীন থেকে ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা এবং কোভ্যাক্স প্রকল্পের আওতায় এক লাখ ছয় হাজার ডোজ ফাইজারের টিকা পেয়েছে। ফাইজারের টিকা ঠিক কবে থেকে দেওয়া শুরু হবে, সে সম্পর্কে এখনো স্পষ্ট করে কিছু না জানা গেলেও পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে চীনের তৈরি সিনোফার্মের করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। 

আজ ২’শ জনকে টিকা প্রদান করা হবে। এছাড়াও প্রতিদিন গড়ে দেড়’শ জনকে টিকা প্রদান করা হবে। এতে অগ্রাধিকার পাবেন বিদেশগামী কর্মীরা। স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

আমারসংবাদ/কেএস