Amar Sangbad
ঢাকা শনিবার, ১১ মে, ২০২৪,

চাঁপাইনবাবগঞ্জে ৮৮ মামলায় জরিমানা ৫৮৩০০ টাকা 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

জুলাই ১৩, ২০২১, ০৩:০৫ পিএম


চাঁপাইনবাবগঞ্জে ৮৮ মামলায় জরিমানা ৫৮৩০০ টাকা 

চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে জারি করা কঠোর বিধিনিষেধের ১৩তম দিন মঙ্গলবার (১৩ জুলাই) অতিবাহিত হয়েছে। প্রতিদিনের মতো এদিনেও জেলাজুড়ে জনসচেতনতামূলক অভিযান চালিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করেন সেনাবাহিনীর সদস্যরা। 

জনসচেতনতামূলক অভিযানের পাশাপাশি সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তি হিসেবে জরিমানা আদায় করা হয়েছে। যারা মাস্ক ছাড়া ঘর থেকে বেরিয়েছেন, যাদের গাড়ির সঠিক কাগজপত্র ছিল না, যারা অকারণে আড্ডাবাজী করেছেন তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জেরার মুখে পড়তে হয়েছে। কাউকে কাউকে গুণতে হয়েছে জরিমানা। তবে অন্যদিনের তুলনায় বেশি সংখ্যক মানুষকে রাস্তায় দেখা গেছে।

জেলা প্রশাসনের বিচার শাখা সূত্রে জানা গেছে, বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে ৫৮ হাজার ৩০০ টাকা। মামলা দায়ের করা হয়েছে ৮৮টি।

আমারসংবাদ/কেএস