Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

এমপিপুত্র মিতুল এর পক্ষে কালুখালীতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

জুলাই ১৪, ২০২১, ০৯:৫৫ এএম


এমপিপুত্র মিতুল এর পক্ষে কালুখালীতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

রাজবাড়ীর কালুখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কালুখালী থানায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর পুত্র আশিক মাহমুদ মিতুল।

কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আশিক মাহমুদ মিতুল সারা দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় করোনা রোগীদের চিকিৎসাসেবা, ডাক্তার ও পুলিশ সদস্যদের সেবা প্রদানে সহযোগীতার অংশ হিসেবে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। 

বুধবার (১৪ জুলাই) সকাল ১১ টায় সুরক্ষা সামগ্রী বুঝে নেন কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোন্দকার মুহাম্মদ আবু জালাল ও কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, মৃগী ইউপির সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন সরদার, সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লা, সদস্য জামির হোসেন জয়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, সাধারণ সম্পাদক সাগর মন্ডল, ছাত্রলীগ নেতা নাজির হোসেন, আশরাফুল ইসলাম সহ অন্যান্য ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আশিক মাহমুদ মিতুল বাংলাদেশে করোনা শনাক্তের শুরু থেকেই পুরো রাজবাড়ী-২ আসনের সংসদীয় এলাকা পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগীতায় এগিয়ে এসেছেন। 

আমারসংবাদ/এআই