Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

দুই ছেলের জামিন, বাবাসহ ৬ জন কারাগারে

নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি 

জুলাই ১৪, ২০২১, ০২:৩০ পিএম


দুই ছেলের জামিন, বাবাসহ ৬ জন কারাগারে

নারায়ণগঞ্জের রুপগঞ্জে সজিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ দিনের রিমান্ড শেষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবুল হাসেমসহ ৬ আসামিকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। এছাড়া এই মামলায় তার দুই ছেলের জামিন মঞ্জুর করেছে আদালত।

বুধবার (১৪ জুলাই) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে এ আদেশ দেন।

জামিন প্রাপ্ত আসামিরা হলেন- তাওসীব ইব্রাহীম (৩৩), তানজিম ইব্রাহীম (২১)। এছাড়াও আদালত সজিব গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম (৭০), হাসিব বিন হাসেম (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), তাওসীব ইব্রাহীম (৩৩), তানজিম ইব্রাহীম (২১), শাহান শাহ আজাদ (৪৩), মামুনুর রসিদ (৫৪) ও সালাহউদ্দিন (৩০) কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ জুলাই) সজিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড কারখানায় বিকাল ৫ টায় আগুন লাগে। ফায়ারসার্ভিসের ১৮টি ইউনিট কাজ আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ৫২ জন শ্রমিকের নিহত হয়। ঘটনার পরদিন রাতে ভূলতা ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন বাদী হয়ে সজিব গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেমসহ ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আমারসংবাদ/কেএস