Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ১৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

জুলাই ১৭, ২০২১, ০৪:২০ এএম


ময়মনসিংহ মেডিকেলে করোনায় ১৭ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জন মারা গেছেন। এদের মধ্যে ৮ জন করোনা শনাক্ত হয়ে এবং ৯ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। 

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৩৯ জন রোগী  ভর্তি আছেন৷ এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৫৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন। 

তিনি জানান,  গত ২৪ ঘন্টায় শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন- কিশোরগঞ্জের ভৈরবের  আকলিমা আক্তার (৪৯), শেরপুর সদরের গেন্দাফুল (৩৫), জামালপুরের বকশিগঞ্জের রোকেয়া বেগম (৬০), ময়নসিংহের তারাকান্দার শাহিদা আক্তার (৩৮), সদরের নাসির উদ্দির (৬৫), তারা বালা সাহা (৮০), অর্পনা গোমেজ (৪২), নার্গিস আক্তার (৬০)।

গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে মারা যান: ময়মনসিংহের মুক্তাগাছার সোহরাব উদ্দিন ( ৬৫), মরিয়ম বেগম (৭০), ফলবাড়িয়ার পারভিন আক্তার ( ৩৫), আছিয়া বেগম (৪০), তারাকান্দার সুরুজ আলি (৪৮), সদরের আবদুর রশিদ (৬৫), জেসমিন রহমান (৬৩), সুনামগঞ্জের  দিজেন্দ্র ( ৬৫), গাজীপুরের শ্রীপুরের শিল্পী আক্তার (৪০)

আমারসংবাদ/ইএফ