Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র ৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জুলাই ১৭, ২০২১, ১১:২০ এএম


চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র ৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৭ জুলাই) কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি প্রধান অতিথি হিসেবে ৯৬তম রিক্রুট ব্যাচের নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজে বিজিবি সেক্টর কমান্ডার, রাজশাহী কর্নেল মো. আনোয়ার লতিফ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মহানন্দা নদীর তীরবর্তী মনমুগ্ধকর পরিবেশে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ প্রশিক্ষণ কেন্দ্রের ৫৩ বিজিবি’র প্যারেড গ্রাউন্ডে সকাল ১০টার দিকে ৯৬ তম ব্যাচ রিক্রুটদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে বিজিবি সেক্টর কমান্ডারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হলে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল সুরুজ মিয়া তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান। 

এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে সশস্ত্র সালাম প্রদানের মধ্য দিয়ে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন-সংসদ সদস্য মো. হারুনুর রশীদ, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজসহ অন্যরা। 

সামরিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন-পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মির্জা সালাহ উদ্দিন, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক  লে. কর্নেল  মো.  আমির হোসেন মোল্লা।

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ এর প্যারেড কমান্ডার হিসেবে মনোজ্ঞ এ প্যারেড পরিচালনা করেন ৯৬তম রিক্রুট ব্যাচের অফিসার ইনচার্জ মেজর মীর্জা মাঝহারুল ইসলাম এবং প্যারেড অ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান।

উল্লেখ্য, ৯৬ তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ গত ৩১ জানুয়ারি ২০২১ তারিখে শুরু হয়। চাঁপইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এ প্রশিক্ষণ গ্রহণ করা মোট ২৪৮ জন রিক্রুট প্রশিক্ষণে অংশগ্রহণ করে। 

প্রশিক্ষণ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অন্যান্য আরও ৮টি প্রশিক্ষণ কেন্দ্রে ৯৬তম রিক্রুট ব্যাচের নবীন  সৈনিকদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। দীর্ঘ ২৪ সপ্তাহের অত্যন্ত কঠোর ও কষ্টসাধ্য এ প্রশিক্ষণ সফলভাবে শেষ করে শনিবার (১৭ জুলাই) আনুষ্ঠানিক শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের সৈনিক জীবনের শুভ সূচনা হলো।  

৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবীন সৈনিকদের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশ ও দিক-নির্দেশনামূলক ভাষণ প্রদান করেন। 

আমারসংবাদ/এআই