Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

নোয়াখালীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো ৭ হাজার পরিবার

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী

জুলাই ১৮, ২০২১, ০৭:৪০ এএম


 নোয়াখালীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো ৭ হাজার পরিবার

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে কঠোর বিধি-নিষেধে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

কবিরহাট পৌরসভা কার্যালয় থেকে শনিবার (১৮ জুলাই) দুপুরে বাড়ি বাড়ি গিয়ে সাত হাজার পরিবারকে উপহার সামগ্রী পৌঁছে দেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান।

রায়হান বলেন, 'করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন দেয়ায় সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে। আমরা করোনার শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী দিয়ে আসছি।' 

সংক্রমণের ঝুঁকি এড়াতে মানুষের বাড়ী-বাড়ী গিয়ে খাদ‍্য সামগ্রী পৌঁছে দিতে আমাদের এ উদ্যেগ।

তিনি জানান, ঈদুল আজহার উপহার হিসেবে সাত হাজার পরিবারকে নিজ ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। আগামীতেও এ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আমারসংবাদ/এআই