Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

বোয়ালমারীতে ৮৩ বছরের বৃদ্ধার বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে হাজির পুলিশ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

জুলাই ১৮, ২০২১, ০১:৪৫ পিএম


বোয়ালমারীতে ৮৩ বছরের বৃদ্ধার বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে হাজির পুলিশ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত ফইজউদ্দিন শেখের স্ত্রী ৮৩ বছর বয়সী রুপবান বেওয়ার বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হলেন থানা পুলিশ। তার ভোটার আইডি কাডের জন্ম তারিখ অনুযায়ী তার বর্তমান বয়স ৮৩ বছর। 

তার এক ছেলে পাঁচ মেয়ে। তার স্বামী গত ২০ বছর আগে মারা যান। এতো বয়স হলেও তিনি কোন সরকারি ভাতা পাননি। সরকারি খাস জমিতে বসবাস করেন তিনি। টাকার অভাবে ওষুধও জোটে না তার কপালে। তার ছেলে দিন মুজুরী। কোন মতে সংসার চালায়। 

ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, (বিপিএম সেবা) এই বৃদ্ধার খবর পেয়ে খাদ্য সামগ্রী বোয়ালমারী থানায় পাঠিয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলমকে নির্দেশ দেন রুপবান বেওয়ার বাড়িতে খাদ্য পাঠানোর জন্য এবং তার খোঁজ নেয়ার জন্য। 

রোববার (১৮ জুলাই) দুপুরে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম রুপবান বেওয়ার বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন। হাজির হয়ে রুপবান বেওয়ার হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। 

এসময় সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান রুপবান বেওয়াকে অল্প সময়ের মধ্যে বয়স্ক ভাতা দেওয়া আশ্বাস দেন। 

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, রুপবান বেওয়ার ভাগ্যে এখনো বয়স্ক ভাতার কার্ড জোটেনি এই সংবাদ ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, (বিপিএম সেবা) স্যার জানতে পেরে তিনি নিজে খাদ্য সামগ্রী পাঠান এবং আমরা ও ইউপি চেয়ারম্যানসহ তার বাড়িতে উপস্থিত হয়ে খাদ্য সামগ্রী রুপবান বেওয়ার হাতে তুলে দেই। চেয়ারম্যান মো. মজিবর রহমান দ্রুত তাকে বয়স্ক ভাতার কার্ড করে দেয়ার আশ্বাস দেন। 

আমারসংবাদ/এআই