Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

উল্লাস-বেদনায় শেষ মুহুর্তের ঈদযাত্রা

জুলাই ২০, ২০২১, ০১:১০ পিএম


উল্লাস-বেদনায় শেষ মুহুর্তের ঈদযাত্রা

ঈদুল আজহার পূর্বের দিনের শেষ প্রহরে সিরাজগঞ্জের মহাসড়ক যানজটমুক্ত থাকলেও গাড়ির চাপ রয়েছে চোখে পড়ার মতো। বাড়তি চাপ দেখা গেছে ট্রাক পিক-আপের। বাসের চেয়ে এখন বেশি যাত্রী আসছে এই ট্রাক পিক-আপেই।

কেওবা উল্লাস কেওবা যানজট ও বৃষ্টিতে বেদনা নিয়ে যাচ্ছে গন্তব্যে। তবে ঈদ যাত্রায় ভোগান্তি থাকলেও সকল কষ্ট যেন বিলীন হয়ে যাচ্ছে আপনজনদের কাছে পাবার আকুতি।

মঙ্গলবার বিকাল সাড়ে ৬টায় সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দেখা গেছে, গাড়ির প্রচুর চাপ থাকলেও নেই যানজট। বেশিরভাগ ট্রাক ঢাকাতে কোরবানির গবাদিপশু রেখে যাত্রী নিয়ে ফিরছে। এতে যেমন যাত্রীরা অল্প টাকায় গন্তব্যে পৌঁছাতে পারছেন তেমনি কিছু বাড়তি আয় হচ্ছে পরিবহনেরও। তবে অনেক ট্রাকেই যাত্রীদের দেখা গেছে উল্লাস করতে করতে ফিরতে।

অন্যদিকে যানজটের সাথে সাথে থেমে থেমে মুশল ধারে বৃষ্টি বিশেষ করে  ট্রাক পিক-আপ ভ্যানের যাত্রীদের কষ্ট কয়েকগুন বাড়িয়ে দিয়েছে। স্বজনদের কাছে যাবার আকুতি নিয়ে ঈদ করতে কাক ভেজা হয়ে বাড়ি ফিরছেন উত্তরবঙ্গের অসংখ্য মানুষ।

ঢাকা থেকে রাজশাহীগামী ট্রাক যাত্রী মো. সোবাহান আলী বলেন, ঢাকায় সামান্য বেতনে একটা সিকিউরিটি কোম্পানীতে চাকরি করি। ছেলে মেয়ে ও পরিবারের সাথে ঈদ করতে বাড়িতে যাচ্ছি। ঢাকা এলাকায় দীর্ঘ যানজট পেরিয়ে এসেছি। তবে সিরাজগঞ্জের মহাসড়কে গাড়ি অনেকটাই স্বাভাবিকভাবে চলছে।

হাটিকুমরুল বিরতিতে তিনি আরও বলেন, রাস্তায় প্রচুর বৃষ্টিতে ভিজেছি। তবুও এতো কষ্ট করে বাড়িতে গিয়ে ঈদ করতে পারবো এতেই আনন্দ।

মাহমুদা খাতুন নামে আরেক যাত্রী বলেন, যানজট বৃষ্টি সব মিলে খুব কষ্টের মধ্যে আছি। কখন যে বাড়িতে পৌঁছাবো বুঝতেছি না।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী সন্ধ্যা পৌনে ৭টার দিকে আমার সংবাদকে বলেন, ঈদ যাত্রার শেষ দিনে মহাসড়কে যানবাহন ও যাত্রীদের চাপ বেশি। তবে যানচলাচল স্বাভাবিক ও যানবাহনের চাপে মাঝে মাঝে ধীরগতি হচ্ছে। এছাড়াও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে না পড়তে হাইওয়ে পুলিশ নিরলসভাবে মহাসড়কে দায়িত্ব পালন করছে বলেও জানান এই কর্মকর্তা।

[media type="image" fid="133648" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

অন্যদিকে কড্ডা এলাকায় দায়িত্বরত কর্মকর্তা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. আব্দুল গণি আমার সংবাদকে জানান, কড্ডা এলাকায় মাঝে মাঝে একটু ধীরগতি থাকলেও যানজট নেই।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন আমার সংবাদকে জানান, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ থাকলেও যানচলাচল স্বাভাবিক রয়েছে। মুলিবাড়ি, কড্ডা ও নলকা সেতু এলাকায় কিছুটা ধীরগতি রয়েছে।

আমারসংবাদ/এআই