Amar Sangbad
ঢাকা বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪,

মহেশখালীতে কোরবানির গোশত নিয়ে একই পরিবারে ৪ জনের বিষপান

জুলাই ২২, ২০২১, ০৮:১৫ এএম


মহেশখালীতে কোরবানির গোশত নিয়ে একই পরিবারে ৪ জনের বিষপান

মহেশখালীতে কোরবানির গোশত নিয়ে তুচ্ছ ঘটনায় অভিমান করে একই পরিবারের চারজনের বিষপান করেছে। 

এতে মায়নুর নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছেন ।

বুধবার (২১ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সিপাহী পাড়া এলাকায় ইয়ার মোহাম্মদের বাড়ীতে লোমহর্ষক এ ঘটনাটি ঘটে। 

জানা যায়, ইয়ার মোহাম্মদে বোনের বাসা থেকে কোরবানির গোশত আনা হলে সেটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই স্বামীর সাথে অভিমান করে রাতের দিকে ঘরের দরজা বন্ধ করে সন্তান রাকিব (৫), নাফিজা (৩), ছোট শিশু মাইনুর ছেলে-মেয়েকে বিষ খাইয়ে দিয়ে নিজেও বিষ পান করেন মুরশেদা আক্তার। 

পরে প্রতিবেশীরা ছেলে-মেয়েদের কান্নাকাটির আওয়াজ শুনে গিয়ে দেখে, দরজা বন্ধ। ডাকাডাকি করেও কোন খবর না পেলে তারা দরজা ভেঙে বাড়ীর ভিতরে প্রবেশ করে। চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে যায়। সেখানে মাইনুরকে মৃত ঘোষণা করেন কর্ত্যবরত চিকিৎসক। বাকিদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ বিন আলী বলেন, কোরবানি মাংসের জের ধরে একটি পরিবারের সবাই বিষপান করেছে। এতে এক শিশু মারা গেছে। বিষয়টি আসলে দুঃখজনক।

আমারসংবাদ/এআই