Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

ঈদে নতুন জামা জুতো কিনে না দেওয়ায় শিশুর ‘আত্মহত্যা’ !

নিজস্ব প্রতিনিধি

জুলাই ২২, ২০২১, ০৮:৪০ এএম


ঈদে নতুন জামা জুতো কিনে না দেওয়ায় শিশুর ‘আত্মহত্যা’ !

ঈদ মানেই আনন্দ। আর শিশুদের কাছে ঈদের আনন্দ মানেই নতুন জুতো জামা পরা। কখনো কখনো পোষাক অপছন্দ হওয়া এবং পোষাক না পেলে শিশুদের অভিমান যেন শেষ নেই। তবে সিলেটে কিছুটা বেতিক্রম হয়েছে। ঈদে জামা জুতো কিনে না দেওয়ায় হবিগঞ্জের মাধবপুরে নাঈম নামে ৯ বছরের শিশু ‘আত্মহত্যা’ করেছে বলে দাবি করেছে তার পরিবার। 

নিহত নাঈম উপজেলার বাঘাসুরা ইউনিয়নের পুরাইখলা গ্রামে ইরাক প্রবাসী সালেক মিয়ার ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘শিশু নাঈম তার মা রুনা বেগমের নিকট ষ্টাইল করে চুল কাটতে, এবং ঈদে নতুন জামা, জুতো কিনে দিতে বায়না ধরে। এ নিয়ে মা তাকে বকাঝকা ও মৃদু ভর্ৎসনা করেন। এ কারণে রাগে মঙ্গলবার রাতে রান্নাঘরে আড়ের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তার পরিবার জানিয়েছে।’

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে পরিবারের কাছে নাঈমের মরদেহ হস্তান্তর করেছে।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এছাড়া ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

আমারসংবাদ/ইএফ