Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সিলেটে করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৪

সিলেট ব্যুরো

জুলাই ২৩, ২০২১, ০৮:৪০ এএম


সিলেটে করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৪

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের আক্রান্ত হয়ে সিলেট বিভাগে হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা সবাই সিলেট জেলার বাসিন্দা।

একই সময়ে জেলার চারটি পিসিআর ল্যাবে ৯৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৮৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪১ দশমিক ৭ শতাংশ।

শুক্রবার (২৩ জুলাই) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)'র কার্যালয়ের কোভিড-১৯ সংক্রান্ত দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়, নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২'শ জন, সুনমাগঞ্জে ৩৬, হবিগঞ্জে ৪২ এবং মৌলভীবাজারে ১০৬ জনের করোনা শনাক্ত হয়। সব মিলিয়ে বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৬৪ জন।

গত এক বছরের বেশি সময় ধরে চলা এ ভাইরাসের এ পর্যন্ত বিভাগ জুড়ে মারা গেছেন ৬০৬ জন। এরমধ্যে সিলেট জেলার ৪৮৫ জন, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারের ৫০ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫২ জন। সব মিলিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭১২ জন। এরমধ্যে সিলেট জেলার ১৯ হাজার ১০৮ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১২ জন, হবিগঞ্জে ২ হাজার ৩৫৫ জন এবং মৌলভীবাজারের ৩ হাজার ২৩৭ জন সুস্থ হয়েছেন।

আর ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত আরও ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৮৯ জন।

আমারসংবাদ/এআই