Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

সখীপুরে বিধিনিষেধ না মানায় ৩৩ জনকে জরিমানা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ২৩, ২০২১, ১২:১০ পিএম


সখীপুরে বিধিনিষেধ না মানায় ৩৩ জনকে জরিমানা

টাঙ্গাইলের সখীপুরে কঠোর লকডাউন বিধিনিষেধ না মানায় ব্যবসায়ী, পথচারী ও গাড়ির চালকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (২৩ জুলাই)  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী ও সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া ও সখীপুর থানা পুলিশ  সহযোগিতা করেন।

আদালত সূত্র জানায়, করোনাভাইরাস ব্যাপকহারে বেড়ে যাওয়ায় দুই সপ্তাহের জন্য সারাদেশ কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। 

এই নির্দেশনা অমান্য করে রাস্তায় বের হওয়ার এবং অপ্রয়োজনীয় দোকানপাট খোলার দায়ে উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) চিত্রা  ও সহকারী কমিশনার (ভূমি)  পৃথক দুটি মোবাইল কোর্টের মাধ্যমে ৩৩ টি মামলায় ১৭২০০ টাকা জরিমানা আদায় করেন।

উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) চিত্রা শিকারী এ তথ্য নিশ্চিত করে মুঠোফোনে আমার সংবাদকে জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে এ অভিযান অব্যাহত থাকবে।

আমারসংবাদ/এআই