Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

দিরাইয়ে মাস্ক না পড়ায় ৭ হাজার টাকা জরিমানা

দিরাই প্রতিনিধি

জুলাই ২৩, ২০২১, ০৩:৪৫ পিএম


দিরাইয়ে মাস্ক না পড়ায় ৭ হাজার টাকা জরিমানা

সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। 

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে দিরাই পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাস্ক না পড়ার অপরাধে ৪ জনকে ৬ হাজার ৩ শত টাকা ও উপজেলার শ্যামারচর বাজারে ২ জনকে ৭ শত টাকা জরিমানা করে মোট ৭ হাজার টাকা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন। 

মাহমুদুর রহমান মামুন বলেন, করোনা মহামারীতে দিনদিন মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েই চলছে, সংক্রমণ রোধে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। 

খুব জরুরী কাজ ছাড়া কেউ ঘর থেকে বের না হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে অন্যথায় জেল জরিমানা দিতে প্রশাসন বাধ্য হবে। আপনাদের ভাল রাখতে, দেশকে ভাল রাখতে সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছে, লকডাউন সহ সরকারের নির্দেশনা মানলে আমরা সকলই নিরাপদ থাকবো।

আমারসংবাদ/এআই