Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

পীরগঞ্জে কৃষকের ধান ক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ 

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

জুলাই ২৯, ২০২১, ০৮:৪০ এএম


পীরগঞ্জে কৃষকের ধান ক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জায়গা জমির জের ধরে অসহায় এক কৃষক ও তার ছেলের হাত ভেঙে দিয়ে ১'একর ১১ শতক জমির ধান ক্ষেত আগাছা নিধন এস্প্রে দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে।

জানা গেছে, শুক্রবার (২৩ জুলাই) পীরগঞ্জ উপজেলার চন্দ্ররিয়া খাল পাড়া গ্রামের আব্দুল হামিদ তার ছেলে সাদেকুল ও সাইফুল নিজ জমিতে সার প্রয়োগ করতে গেলে একই গ্রামের মমতাজ আলী, মফিজ উদ্দিন, শহিদুল ও শাহীন তাদের উপর চড়াও হয় হামলা করে বৃদ্ধ আব্দুল হামিদ ও তার ছেলে সাদেকুলের হাত ভেঙ্গে দিয়ে গুরুত্বর আহত করে। পরে তারা আহত অবস্থায় পীরগঞ্জ হাসপাতালে ভর্তি হয়ে। 

এ বিষয়ে গত রোববার (২৫ জুলাই) রাতে ৬'জনকে আসামি করে পীরগঞ্জ থানায় একটি মামলা করেন সাইফুল ইসলাম। কিন্তু মামলা করার পরে দিন রাতে আসামিরা ক্ষিপ্ত হয়ে বাদীপক্ষের ১'একর ১১শতক জমির ধান ক্ষেত আগাছা নিধন এস্প্রে করে নষ্ট করে ফেলে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, মামলা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমারসংবাদ/কেএস