Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

পাটগ্রামে করোনায় কর্মহীন ও অসহায়দের মাঝে খাদ্যসহায়তা

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

আগস্ট ৭, ২০২১, ১১:৩৫ এএম


পাটগ্রামে করোনায় কর্মহীন ও অসহায়দের মাঝে খাদ্যসহায়তা

লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা ও গরীব-অসহায় ২৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (০৭ আগস্ট) রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন কলেজ প্রিফেক্ট ও আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ টি এম ইফতেখার হোসেন মাসুদের উদ্যোগে ওই সংগঠনের স্বেচ্ছাসেবীরা অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এসময় প্রত্যেককে খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু , লবণসহ বিভিন্ন প্রকার খাদ্যসহায়তা দেয়া হয়।

এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয় রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগৃহীত অর্থ থেকে।

এ বিষয়ে রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন কলেজ প্রিফেক্ট ও আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এটিএম ইফতেখার হোসেন মাসুদ বলেন, "দেশপ্রেমে উদ্বুদ্ধ প্রাক্তন ক্যাডেটগণ দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীতে অসহায় মানুষের পাশে দাঁড়ান। 

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই কঠিন দুঃসময়ে আমাদের সকল সামর্থ্যবান নাগরিককে এগিয়ে আসা উচিত। 

উল্লেখ্য, করোনাকালীন সময়ে আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশন চার হাজারের অধিক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

আমারসংবাদ/এআই