Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

শোক দিবসে মির্জাগঞ্জে বন বিভাগের ২০টি চারা বিতরণ

মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি

আগস্ট ১৫, ২০২১, ০৮:২৫ এএম


শোক দিবসে মির্জাগঞ্জে বন বিভাগের ২০টি চারা বিতরণ

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকীতে মির্জাগঞ্জ উপজেলা বন বিভাগের উদ্যোগে আকাশমনি জাতের ১০০টি গাছের চারা বিতরণের কথা থাকলেও চারা বিতরণ করা হয়েছে মাত্র ২০টি!। এতে ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা।

রোববার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গনে মুজিব বর্ষে গৃহপ্রাপ্ত ‘ক’ শ্রেণীর উপকার ভোগীদের মাঝে ১০০টি গাছের চারা বিতরণ করার কথা থাকলেও এসময় কোন উপকারভোগীদেরকে খুঁজে না পাওয়ায় পরিষদ মিলনায়তন সংলগ্ন সড়কে দাড়িয়ে থাকা একজন রিক্সাচালককে ১টি চারা প্রদান শেষে অবশিষ্ট চারাগুলো উপজেলা ছাত্রলীগের কর্মীদেরকে ডেকে এনে তাদের হাতে তুলে দেয়া হয়। 

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মোঃ আবু বকর সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান-উজ্জামান ও মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিববুল্লাহ’র উপস্থিতিতে গণমাধ্যমকর্মীরা মুজিবর্ষে গৃহপ্রাপ্ত ‘ক’ শ্রেণীর উপকারভোগীদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে উপজেলা বন কর্মকর্তা মোঃ জয়নুল কবীর শাহীন কোন সদুত্তর দিতে পারেননি।

আমারসংবাদ/এআই