Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

যশোরে বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের হামলা, বিএনপি নেতা ছুরিকাহত

যশোর প্রতিনিধি

আগস্ট ১৭, ২০২১, ১১:৪০ এএম


যশোরে বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের হামলা, বিএনপি নেতা ছুরিকাহত

ঢাকার চন্দ্রিমা উদ্যানের ঘটনার জের ধরে যশোরে বিএনপি কার্যালয়ে হামলা ভাংচুর হয়েছে। এ হামলার জন্যে ছাত্রলীগকে দায়ি করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। 

মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে সংঘটিত এ হামলায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু ছুরিকাহত হন। মারপিটের শিকার হন জেলা বিএনপির সদস্য সচিব দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্য নেতাকর্মী।

বিএনপি নেতারা অভিযোগ করেন, বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে দলীয় কার্যালয়ে করোনাকালিন স্বেচ্ছ্বাসেবি ও টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম চলছিল। এ সময় ছাত্রলীগের সশস্ত্র নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ সবাইকে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। ভাংচুর চালায় আসবাবপত্র ও ১০-১২টি মোটরসাইকেল। এ সময় হামলাকারিদের ছুরিকাঘাতে রক্তাক্ত জখম হন বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু। প্রায় ২০ মিনিট তা-ব চালিয়ে ফিরে যায় সন্ত্রাসীরা।
ছুরিকাহত বিএনপিনেতা গোলাম রেজা দুলুকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে যশোর পুলিশ ও ছাত্রলীগের কোন নেতা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) বেলাল হোসাইন ও কোতয়ালি থানার অফিসার ইনচার্জ- ওসি তাজুল ইসলাম জানিয়েছেন, তারা বিএনপি অফিসে হামলার সাথে জড়িতদের সনাক্ত করতে তৎপরতা চালাচ্ছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আমারসংবাদ/কেএস