Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

ফেঞ্চুগঞ্জে ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সিএনজি চালক গ্রেপ্তার

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি

আগস্ট ২১, ২০২১, ০১:৪০ পিএম


ফেঞ্চুগঞ্জে ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সিএনজি চালক গ্রেপ্তার

সিলেটের ফেঞ্চুগঞ্জে দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সুমন আহমদ (২৬) নামে এক সিএনজি অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তারকৃত ছিনতাইকারী সুমন আহমদ মোগলাবাজার থানাধীন দৌলতপুর গ্রামের তুতা মিয়ার ছেলে।

শনিবার (২১ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টায় দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন রাখালগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত মঙ্গলবার ফেঞ্চুগঞ্জের ইলাশপুর গ্রামের শহিদুল ইসলাম ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশাযোগে যাচ্ছিলেন। ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট এলাকায় তার নামার কথা থাকলেও ছিনতাইকারীরা কৌশলে তাকে সাবেক এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর বাড়ির দক্ষিণ পাশে নিয়ে আসে। 

এরপর অস্ত্রের মুখে তার কাছ থেকে ২ দুই লাখ নিয়ে অটোরিকশা থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়।

ছিনতাইর ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় শহিদুল ইসলাম মামলা করলে পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তারে তৎপর হয়ে ওঠে। পরে ফেঞ্চুগঞ্জ টোল প্লাজার সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে অভিযানে নামে পুলিশ। অবশেষে মোগলাবাজার থানাধীন রাখালগঞ্জ থেকে ছিনতাইকারী গ্রুপের সদস্য সিএনজি অটোরিকশা চালক সুমন আহমদকে গ্রেপ্তার করা হয়। 

এসময় তার কাছ থেকে নগদ ৪৪ হাজার হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ওসি সাফায়াত হোসেন জানান, গ্রেপ্তারকৃত ছিনতাইকারী সিলেটের বিভিন্ন এলাকায় সিএনজিযোগে যাত্রী তুলে তার সহযোগীদের মাধ্যমে ছিনতাই করে আসছিলো। তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আমারসংবাদ/এআই