Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

করোনা কেড়ে নিলো এমপি স্বপনের প্রাণ

সেপ্টেম্বর ২, ২০২১, ০৫:৩৫ এএম


করোনা কেড়ে নিলো এমপি স্বপনের প্রাণ

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন করোনা আক্রান্ত হয়ে তুরস্কের ইস্তাম্বুলের মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা ৩৩মিনিটে তার মৃত্যু হয়। সিরাজগঞ্জ-৬ আসনের এমপি হাসিবুর রহমান স্বপন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

বিষয়টি আমার সংবাদকে নিশ্চিত করেছেন এমপি হাসিবুর রহমান স্বপন এর একান্ত সহকারী ও শাহজাদপুর উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার। 

এমপি স্বপন কোরবানি ঈদের পরের দিন থেকে করোনা পজিটিভ ছিলেন ও দেশে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ৩দিন আগে উন্নত চিকিৎসার জন্য তুরস্কের ইস্তাম্বুলে নিয়ে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানান তিনি। 

তিনি আমার সংবাদকে আরও জানান, শুক্রবার ভোর ৫টায় তার মৃতদেহ বাংলাদেশে আসবে। এরপর সকাল ১০টার দিকে জাতীয় সংসদ ভবনে তার প্রথম জানাজায় নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তার মৃতদেহ নিয়ে আসা হবে তার নির্বাচনী এলাকা শাহজাদপুরে। সেখানে জুম্মার নামাজের এক থেকে দেড় ঘন্টা পরে মৃতের দ্বিতীয় জানাজায় নামাজ অনুষ্ঠিত হবে। পরে শাহজাদপুরের চুনিয়াখালি পাড়া তার পারিবারিক কবরস্থানে মৃতের দাফন সম্পন্ন করা হবে।

এদিকে এমপি হাসিবুর রহমান স্বপন এর মৃত্যুতে শাহজাদপুর ও সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় ও জেলা আওয়ামীলীগের সকল নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। 

উল্লেখ্য, ১৯৫৪ সালের ১৬ জুন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন হাসিবুর রহমান স্বপন। সংসদে তিন সিরাজগঞ্জের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন তিনবার।  ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিরাজগঞ্জ-৭ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন স্বপন। এরপর বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলে ১৯৯৮ সালে তিনি সংসদ সদস্য পদ হারান। এরপর তাকে তখনকার আওয়ামী লীগ সরকারের শিল্প উপমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। পরে ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন হাসিবুর রহমান স্বপন।

আমারসংবাদ/এআই