Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

মিঠাপুকুরে বয়স্ক-বিধবা ভাতা প্রদানে টাকা নেয়ার অভিযোগ

মিঠাপুকুর প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২১, ০১:০৫ পিএম


মিঠাপুকুরে বয়স্ক-বিধবা ভাতা প্রদানে টাকা নেয়ার অভিযোগ

রংপুরের মিঠাপুকুর উপজেলার ০৩-নং পায়রাবন্দ ইউনিয়নে শনিবার (৪ সেপ্টম্বর) সকালে ইউনিয়ন পরিষদে বয়স্কভাতা ও বিধবাভাতা প্রদান করার সময় জনপ্রতি ৫০/টাকা করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীরা দাবি করেন, আজ সকালে টাকা দেয়ার আগে সবার পাশবই জমা নেওয়ার সময় গ্রাম পুলিশ সদস্যরা পঞ্চাশ টাকা করে নেন। 

মোবারক আলী নামে একজন বলেন, বয়স্ক ভাতা তুলতে গেলে আমার কাছে চৌকিদার টাকা চায়। আমি টাকা কেন দিবো জানতে চাইলে গ্রাম পুলিশের সদস্যরা বলে টাকা না দিলে বই রেখে চলে যান। পরে সবাই টাকা দেওয়াতে আমিও হাওলাত করে পঞ্চাশ টাকা দিয়েছি।

এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান ফয়জার রহমান(খাঁন) এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 

তবে তার দেখভালের কাজে নিয়োজিত সামছুল আলমের সঙ্গে কথা হলে তিনি বলেন, চেয়ারম্যান বিষয়টি জানেন। কাল থেকে টাকা নিতে বারণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমার সংবাদকে বলেন, টাকা নেওয়ার সময় আমাকে জানালে ভালো হতো। আর যদি কোন গ্রাম পুলিশ টাকা নেয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

আমারসংবাদ/এআই