Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

কলারোয়ায় স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী গ্রেপ্তার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

সেপ্টেম্বর ৮, ২০২১, ০৯:৫০ এএম


কলারোয়ায় স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী গ্রেপ্তার

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যন প্রার্থী ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক মারুফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ সেপ্টম্বর) বেলা ১১ টার দিকে সাতক্ষীরা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

তিনি কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের হেমায়েত উদ্দীনের পুত্র।
 
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির জানান, বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা পুলিশের সহযোগিতায় কলারোয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মারুফ হোসেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ভুট্টোলাল গাইন ও তার নেতাকর্মীদের উপর হামলা মামলার ২নং আসামী। তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কলারোয়া উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নে গত রোববার (৫ সেপ্টেম্বর) রাতে সংঘঠিত সহিংসতায় নৌকা প্রতীকের প্রার্থী ভূট্টোলাল গাইন সহ ১০ জন আহত হন। 

এ ঘটনায় দুই বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল ও মারুফ হোসেন সহ ৩৮ জনকে আসামি করে ভূট্টোলাল গাইনের স্ত্রী শ্যমলী রানী গাইন বাদী হয়ে কলারোয়া থানায় মামলা দায়ের করেন, (মামলা নং-৭)। সেই মামলায় মারুফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

আমারসংবাদ/এআই