Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অপরাধে ৪ জন গ্রেপ্তার 

ঝিনাইদহ প্রতিনিধি 

সেপ্টেম্বর ১০, ২০২১, ১০:১৫ এএম


সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অপরাধে ৪ জন গ্রেপ্তার 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃতরা হলো- নড়াইলের কালিয়া উপজেলার  জামরিলডাঙ্গা গ্রামের কিসমত মোল্লা’র ছেলে রাজু কিসমত মোল্লা (৩০), রাজু মোল্লা স্ত্রী রাজু ফাতেমা মোল্লা (২৭), ওমর মোল্লার স্ত্রী নাজমা মোল্লা (৩৫) ও তার মেয়ে আছিয়া (৮)।

খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মাটিলা সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার খবরে অভিযান চালানো হয়। এসময় মাটিলা গ্রামের মাঠ থেকে নারী ও শিশুসহ ওই ৪ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

আমারসংবাদ/কেএস