Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সরিষাবাড়ীতে পোনামাছ অবমুক্ত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৯:৩০ এএম


সরিষাবাড়ীতে পোনামাছ অবমুক্ত

“মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলদেশ” এই শ্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীর ঝিনাই নদীতে ৩শ ২০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। 

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে রেলিকুটির ঝিনাই নদীতে মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের বাস্তবায়নে ২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয়ে এ সকল পোনামাছ অবমুক্ত করা হয়। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্য্যর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে ৫ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা প্রকৌশলী রকিব হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারী মৎস্য অফিসার কামরুজ্জামান, অফিস কাম মুদ্রাক্ষরিক হাফিজুর রহমান, কামরাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী ছামিউল ইসলাম খান, উপজেলা যুবলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক তপন চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

আমারসংবাদ/এআই